

মোঃআহসান হাবীব গাইবান্ধা:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় পলাশবাড়ী ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজি ঐক সংগঠন এর পক্ষ থেকে একটি ইফতার মাহফিল ও সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ ই রমজান বদর দিবস উপলক্ষে বদর দিবসের বিভিন্ন দিক আলোচনা করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা নিজেদের সংগঠন কে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এ সময় আব্দুল মজিদ সরকার সদস্যদের উদ্দেশ্যে করে বলেন আমরা ডিপ্লোমা ডেন্টাল জাতি প্র্যাকটিস করার জন্য হাইকোর্ট থেকে রায় পেয়েছি এবং সেই রায় অনুযায়ী গ্রাম পর্যায়ে হত দরিদ্র মানুষ থেকে শুরু করে সবাইকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। আমাদের সম্মানীয় ব্যক্তি বিডিএসগণ তারাও দন্ত সেবা দিয়ে থাকে। তারা শহর পর্যায়ে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকে আমরা তাদের সম্মান এর চোখে দেখি।
কিন্তু একটি জাতি আমাদের পেশাকে আটকানোর জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে কিন্তু বাংলাদেশ একটি বৈষম্যহীন ভাবে সকলকে গড়ে তুলতে হবে।
অপরদিকে আহসান হাবীব মুন বলেন আমরা ডেন্টাল ডিপ্লোমা জাতি আমরা হাইকোর্ট থেকে যে কয়টি চিকিৎসা সেবা দেওয়ার অনুমতি পেয়েছি আমরা এ সকল চিকিৎসা সেবাই দিয়ে থাকে।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় সাংবাদিক সাগর আহমেদ বলেন আমরা ডিপ্লোমা জাতি ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ রেখে কাজ করতে চাই। আমরা যদি শক্তিশালী হই তাহলে আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। বাংলাদেশে দন্ত্য সেবা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সব জায়গাতেই ডিপ্লোমা ডেন্টাল ডিগ্রি ধারির দিয়ে থাকে। আমরা সব সময় চিন্তা করি গ্রাম পর্যায়ের মানুষরা তাদের অল্প আয় এবং তাদেরকে অল্প টাকায় চিকিৎসাসেবা দিতে।
এসময় অনুষ্ঠানে অবস্থিত ছিল ডিপ্লোমা ডেন্টিস্ট আব্দুল মজিদ সরকার, সাগর আহমেদ, আহসান হাবিব মন, আরিফুল ইসলাম, লিমা আক্তার, রাজেদ সরকার, রবিউল ইসলাম রিপন, শারমিন আক্তার, মমিনুল ইসলাম, সোহেল রানা অন্তর, আফরিন আক্তার, রুমা আক্তার।
আলোচনার মাধ্যমে সবার মতামত নিয়ে আব্দুল মজিদ সরকারকে সভাপতি, আহসান হাবিব মুন সাধারণ সম্পাদক এবং সাগর আহম্মেদ অর্থ সম্পাদক নির্বাচন করা হয়।
অপরদিকে সাংগঠনিক সম্পাদক রাজেদ সরকার,প্রচার সম্পাদক সোহেল রানা অন্তর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক লিমা আক্তার নির্বাচিত হন।
আলোচনা শেষে আব্দুল মজিদ সরকার এর মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।