

বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা আ’লীগ -ছাত্রলীগসহ ৩ জন আটক হয়েছে।
বাঘা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেছে। গোপন তথ্যর ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন কে তার এক আত্নীয়র বাড়ি থেকে আটক করেছে বাঘ থানা পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাঘা পৌরসভাধীন গাঁওপাড়া নিজ বাড়ী হতে পুলিশ আ’লীগের সিরাজুল আলম(৪৯) কে থানা পুলিশ আটক করে। পৃথক ভাবে লালচান(৪৮) কে তার বাড়ী হতে আটক করা হয়।
থানা সূত্রে, আটক ৩ জনের বিরুদ্ধে বাঘা থানা মামলা নং ২৩/১/২৫।
নাজমুল হোসেন(৩২) পিতা বাবর আলী,লালচান আলী(৪৮) পিতা মৃত জেটু,,সিরাজুল আলম(৪৯) পিতা মোঃমসলেম গাঁওপাড়া। এদের মধ্যে ওয়ারেন্ট ভুক্ত জি আর ২১৮/২৪ মামলার ১ জন আসামী রয়েছে।
বিশেষ সূত্রে পাওয়া, অস্থিতিশীলতা সৃষ্টি, অগ্নিসংযোগ, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে তার বিরুদ্ধে। বিগত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুর্থানে দেশের পট পরিবর্তনের পর থেকে তারা আত্নগোপনে ছিল বলে যায় যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান,গোপন তথ্যের ভিত্তিতে পৃথক ভাবে অভিযান পরিচালনা করে আটক করে থানায় নিয়ে আসা হয়। আজকে ২৫/২/২৫ ইং বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে।