

মোঃ শাকিল আহামাদ রাজশাহী : বাংলাদেশ জামায়াতে ইসলামী গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে গত ৫ আগস্ট এ আহত মোঃ আব্দুল আলিম দুলালের খবর পেয়ে বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর পক্ষ থেকে তাকে একটি অটো রিক্সা উপহার দেন।
রাজশাহীতে গত ৫ আগষ্ট সরকার পতনের ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন মোঃ আব্দুল আলীম দুলাল। সেই সংঘর্ষে আওয়ামী লীগের গুলিতে তার ডান পায়ে গুলি লেগে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
রাজশাহী মহানগরীর স্বচ্ছ টাওয়ারের পাশে আহত হন মোঃ আব্দুল আলীম দুলাল, তার বাসা রাজশাহী মহানগরীর ২ নং ওয়ার্ডের হাড়গ্রাম আশ্রয়ন (উত্তর মোল্লাপাড়া) দীর্ঘদিন অসুস্থ থাকার পরে বর্তমানে মোঃ আব্দুল আলিম সুস্থ হলেও তার পক্ষে ভারি কাজ- কাম করা সম্ভব না।
মোঃ আব্দুল আলীম দুলাল বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর পক্ষ থেকে অটো রিস্কা উপহার পেয়ে খুব খুশি। তিনি বলেন আমার মত এক অসহায় ব্যক্তিকে একটি কর্মসংস্থান করে দেওয়ায় বাংলাদেশ জামাত ইসলামীকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অটো রিস্কা উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন মোঃ জসীমউদ্দীন সরকার, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর,হাফেজ খায়রুল ইসলাম , এসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী, মোঃ শরিফুজ্জামান হাসান, সাংগঠনিক সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী, মোঃ হাসিবুল আলম পরাগ, সভাপতি, কাশিডাঙ্গা থানা রাজশাহী মহানগর,সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় দায়িত্বশীল।