ঝিনাইদহ প্রতিনিধি ঃঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার সংলগ্ন। কালিগন্জ চুলকানি সংযোগ সড়কে তালসার থেকে রাস্তায় কাজ করতে যাওয়া শ্রমিক বোঝায় আলমসাদু মুখোমুখি সংঘর্ষ হয়ে একজন মৃত্যু আহতদের স্হানীয় লোকজনের সহায়তাই কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করেন।মৃত ব্যক্তির নাম মোঃ ফজলুর রহমান( ৫৫) গ্রাম তালসার থানা কোটচাঁদপুর। ঘটনা স্হলের নিকটস্থ পুলিশ ক্যাম্প বেতায়চন্ডিপুর এর এ এস আই মোঃশফিয়ার রহমান জুয়েল জানান সকাল ৭ টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে ঘটনা স্হালে সঙ্গিও ফোর্সনিয়ে উপস্হিত হই।পুলিশের ঘটনা স্হলে পৌছানোর আগেই ঘাতক বাসটি স্হান ত্যাগ করে পালিয়ে যান।কালিগন্জ ফায়ার সার্ভিস ঘটনা স্হালে আসেন খবর পেয়ে। পুলিশ জানান আমরা ফায়ার সার্ভিসের নিকট থেকে গ্রহণ করে লাশ ক্যাম্পে নিয়ে আসি।গাড়ি সনাক্ত করতে পেরেছেন কি জানতে চাইলে পুলিশ বলেন গাড়ি সনাক্তকরণ চলছে বলে টি আই সি সাহেব আমাদের কে জানান।এ বিষয়ে মামলার কোন প্রক্রিয়া আছে কি জানতে চাইলে বলেন পরে বলা যাবে।
ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা ইডেন মহিলা কলেজ, মহিলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) ও তার ভাই ছাত্রলীগের কর্মী সত্যজিৎ পান্ডে (২২) কে আটক করেছে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ। ১৩ জানুয়ারি…