
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) এর অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কোভিড-১৯ প্রণোদনার এসএমই ঋণ বিভিন্ন ক্যাটাগরিতে পেল ২০জন উদ্যোক্তা।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগষ্ট স্বল্প সুদে প্রায় ২২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এক সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।