নিজস্ব প্রতিবেদক : মোহনপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) আয়োজনে বৃক্ষ রোপন ও গ্রাহক পর্যায়ে চারা বিতরন করা হয়।

মোহনপুর উপজেলা পরিষদ চত্তরে উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভার্কের সহকারী পরিচালক মোঃ ইলিয়াস উদ্দিন, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর শাখার ব্যবস্থাপক আবু রায়হান রাজু, মৌগাছী শাখার ব্যবস্থাপক মোরশেদ আলম ।

উল্লেখ্য, ৬ হাজার ২শত ৬৯ টি গাছের চারা, করোনাকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভার্ক সেবার হাত বাড়িয়ে বিভিন্ন কার্যক্রম অব্যহত রেখে ২৫ হাজার ৬শত মাস্ক বিতরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে