

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষ থেকে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং সকাল ১১ টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গভীর শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ করেন। সন্ধ্যে ৭ টায় জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সম্পর্কে আলোচনা শেষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হাসিবুল আলম রজন, সহ-সভাপতি মহিউদ্দিন সেলিম, কার্যকরী সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাহেদ আলী সাহেব, যুগ্ম সম্পাদক বাপ্পি ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মেরাজ, প্রচার সম্পাদক মজনু শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।