

নড়াইল প্রতিনিধিঃনড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের ইচড়বাহ গ্রামের ছায়া ক্যাটল ফার্মে গরু পালনের আড়ালে রমরমা ভাবে দীর্ঘ দিন ধরে মাদক ও দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। ইউনিয়নের কতিপয় কিছু অসাধু রাজনৈতিক নেতার সহযোগিতায় এই ব্যবসা অবাধে করে চলেছে তিনি। গোপন অনুসন্ধান যানা গেছে, যশোর, বেনাপোল সীমান্তের মাদক তুলারামপুর ও শেখহাটি, দেবভোগ রোড হয়ে এসে এক রাত ওই ফার্মে রাখা হয়। ফার্মে গভীর রাত পর্যন্ত মাদক সেবিদের আনাগোনা থাকে। কখনও কখনও মোটা অংকের টাকার বিনিময়ে যুবকদের ভাড়া করে এনে দেওয়া হয় সুন্দরী রমনী। সন্ধ্যা নামলেই মাদকসেবিদের লাল চোঁখ আর ফিসফাঁস লক্ষ্য করা যায় ওই ফার্মে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে গরু পালনের নামে মাদক সেবন ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ ফার্মের মালিক সুব্রত বিশ্বাস। সম্প্রতি সময়ে ফার্মের জমি কেনা নিয়ে একটি চলমান মামলার তদন্তে নামে নড়াইল সি আই ডি । সি আইডি তদন্তে সুব্রত বিশ্বাসের অপকর্মের সকল তথ্য তাদের অনুসন্ধান বেরিয়ে আসে। সি আইডি সঠিক ভাবে তদন্তের জন্য নড়াইল সি আইডি কার্যলয়ে সুব্রত বিশ্বাসকে ডেকে নিয়ে যায়। সুব্রত বিশ্বাস অবস্থা বেগতিক দেখে উল্টে সি আইডি কে দোষারোপ করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে জানতে ফার্মের মালিক সুব্রত বিশ্বাস কথা বলতে রাজি হননি।