ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ জেলার নাসিরনগরে হত্যা মামলার প্রধান সাক্ষীকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ মার্চ ২০২২ রোজ রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে। ঘটনার সূত্রে জানা গেছে গত ১৫ ফেব্রæয়ারী হরিপুর ইউনিয়নের টেক পাড়া চৌরাস্তায় ট্রাক চাপায় নিহত হয় তৃতীয় শ্রেণি ছাত্র রাসেল খান। ওই ঘটনায় ছাত্রের বাবা আওয়াল মিয়া বাদী হয়ে গ্রামের আনজব আলীর ছেলে কাপ্তান মিয়া,হরিপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম প্রকাশ ধনু মুন্সী, খোকন, সুখন সহ ৫ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় মোঃ ইদন আলীকে ১নং সাক্ষী করা হয়। পুলিশ দ্বীন ইসলাম প্রকাশ ধনু মুন্সীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। গত বুধবার ধনু মুন্সী আদালত থেকে জামিনে আসে। ঘটনার সময়ে ইদন আলী পুকুরে গোসল করতে গেলে ধনু মুন্সী নিজে উপস্থিত থেকে তার লোকজন দিয়ে ইদন আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা ইদন আলীকে উদ্ধার করে মুমুর্য অবস্থায় নাসিরনগর হাসপাতালে এনে ভর্তি ও চিকিৎসা করে। বর্তমানে ইদন আলী নাসিরনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ইদন আলীর পরিবার সূত্রে জানা গেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *