

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শশুরের সাথে পরকীয়ার জেরে যুথি খাতুন(২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। অপরদিকে এলোপাতাড়ি কোপে আশঙ্কাজনক অবস্থায় শশুর কালাম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ৬ এপ্রিল ( বুধবার) রাতে উপজেলার ঝালুকা ইউনিয়নের বর্ধনপুর গ্রামের এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা যায়, মৌসুমী পেঁয়াজ ঘরের চাতালে তুলছিলেন শাশুড়ি, ধরে নিচ্ছিলেন ছেলে বউ ও মেলে দিচ্ছিলেন শশুর। চাতালেই আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন শাশুড়ী। ছেলেকে ডাকলে ঘটনা সবকিছু পরিষ্কার হয়ে যায়।
স্ত্রী যুথি খাতুন পালিয়ে তার পিতার বাড়ি দেলুয়াবাড়ি ইউপির কিশোরপুর গ্রামে চলে আসে রাতেই স্বামী মোস্তফা (২৫) তাকো শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। বাড়িতে ফিরে মোস্তফা তার পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতেই লাশ উদ্ধার করে আনে দুর্গাপুর থানা পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক বর্ধনপুর এলাকার একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ওই মেয়েরে সঙ্গে তার শশুর কালামের অনৈতিক সম্পর্ক চলছিলো। কাল বুধবার চালাতে অনৈতিক অবস্থায় দেখে ফেলেন মোস্তফা। তার সুত্র ধরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটলো। এবিষয়ে কিশোরপুর এলাকার সাবেক মেম্বার মকলেস জানান, অনৈতিক কর্মকান্ডের সুত্র ধরে যুথি কাল বাড়িতে চলে আসে ওর স্বামী মোস্তফা তার বাবাকে হত্যা চেষ্টা করে। পড়ে শশুর বাড়ী এসে যুথিকে ডেকে নিয়ে হত্যা করে পালিয়ে যায়। এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠিয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।