নিজস্ব প্রতিনিধি ঃবঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিনির্মানে ও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধুর অদর্শের আলো ও দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ইতিহাস পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। তার ধারাবাহিকতা বজায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে
রাজশাহীর মোহনপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর আওতাধীন ২ নং ঘাসিগ্রাম ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
১০ই সেপ্টেম্বর সন্ধায় ঘাসিগ্রাম ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের এক আলোচনা সভায় অত্র শাখার আট নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
আত্রাই মাতৃকেন্দ্র মোড়ে দলিও কার্যালয়ে ঘাসিগ্রাম ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারন সম্পাদক শ্রী ধঞ্জয় কুমারের সঞ্চালনায় ও সোহাগ হোসেন হেলাল এর সভাপতিত্বে সভা উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহফুজ হোসেন রকি,সহো স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রী বিন্দ।
উক্ত সভায় ৯ সদস্য বিশিষ্ট ঘোষণা কৃত কমিটিতে সভাপতি মোঃ রাশিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ হারুন উর রশিদ কে করা হয়।
নতুন কমিটির সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন যেনো অর্পিত দায়িত্ব ও বঙ্গবন্ধুর আদর্শে পথ চলতে পারে।