মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে পৃথক মামলায় ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৯ মার্চ) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, উপজেলার সাকোয়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে শুকুর আলী, চাঁদপুর গ্রামের আজাদ আলীর ছেলে আরজেদ আলী, বাসুপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম, বড়ইকুড়ি গ্রামের শামসের আলীর ছেলে শহিদুল ইসলাম, রতনডাঙ্গা গ্রামের ওসমান আলীর ছেলে শহিদুল ইসলাম, রহিদুল ইসলাম ও খলিল।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, জিআর ও সিআর মামলার ৩ জন পলাতক আসামী এবং মাদক মামলায় ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছিলো। আইনগত ভাবে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।