নিজস্ব প্রতিবেদক,মোহনপুর: রাজশাহীর মোহনপুরে মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের নিমাই চন্দ্রের ছেলে মাদক সম্রাট নিত্য কুমারকে তার নিজ বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে মোহনপুর থানা পুলিশ।
গ্রেপ্তারের সময় মাদক সম্রাটের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও ৩ দশমিক ৩০ হিরোইন পেয়েছে পুলিশ।
মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম দিক নির্দশনায় ও এস আই ইব্রাহীম খলিলুল্লাহ-র নেতৃত্বে সঙ্গীয় অফিসারদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
থানা সূত্রে আরো জানা যায় তার নামে একাধিক মাদকের মামলা মোহনপুর থানায় রয়েছে। এর আগে ১৪৪০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার হয়েছিলো। সেই মামলায় নিত্য কুমার উচ্চ আদালত থেকে আর কোন দিন মাদক ব্যবসা করবে না এই মূলে আদালত থেকে জামিন পেয়েছিলো।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য আইনে মামলা করে আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।