মোহনপুর প্রতিনিধিঃরাজশাহীর মোহনপুর উপজেলা কৃষি প্রযুক্তি মেলা- ২০২২ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। সোমবার (২১ মার্চ) উপজেলা চত্তরে মেলার উদ্বোধন করেন রাজশাহী-আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি। মেলার আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর উপজেলা রাজশাহী।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই কৃষি প্রযুক্তি মেলা-২০২২ শুরু হয়। মেলায় প্যান্ডেলে স্টল সাজিয়ে বিভিন্ন প্রকার ফলজ বনজ থেকে শুরু করে প্রযুক্তির মাধ্যমে যেসব গাছ উদ্ভাবন করা হয়েছে সেগুলোই প্রদর্শন করা হয়। এছাড়াও প্রযুক্তির মাধ্যমে ডিপটিউবলের পানি ব্যবহার প্রদর্শন করেছেন উপজেলা বরেন্দ্র কর্তৃপক্ষ। পাশাপাশি ফল ও ফুল দিয়ে তৈরি করা হয়েছে উপজেলার মানচিত্র। যা গেটে প্রবেশমূখে দর্শনীয় স্থান দখল করেছে।
এই মেলা তিনদিন পর্যন্ত চলবে বলে জানান মেলার আয়োজক উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রহিমা বেগম। মেলায় বিভিন্ন স্থান থেকে নার্সারি মালিকরা তাদের উদ্ভাবনী করা গাছ প্রদর্শন করেছেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।