নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে। রোববার উপজেলার হলে রুমে দোয়া মাহফিল শেষে ৭ জন অসহায়, তালাক প্রাপ্ত ও বিধবার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ্যাড. আবদুস সালাম, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ সহকারী প্রকৌশলী (এলজিইডি) তাজেমুল হক ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে