নিজস্ব প্রতিবেদক : মোহনপুরে করোনাভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ৫০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে ৩৩৩ নম্বরে কল প্রদান কারি পুরুষ ও নারীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতি বস্তায় ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ২ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেলসহ শিশুদেরও খাদ্য সামগ্রী ছিল।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, কৃষি অফিসার রহিমা খাতুনসহ উপজেলা কর্মকর্তাগণরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে