
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে গত ১ সপ্তাহে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি গাঁজা, ১ কেজি হেরোইন, ৫০ বোতল ফেনসিডিলসহ ১১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মনিরুল ইসলাম ওরফে লুটুর ছেলে সোহেল রানা (৩০), কৃষ্ণগোবিন্দপুর, খোনাপাড়ার মৃত আনসারের ছেলে ডলার (৩০)।
আফজালের ছেলে ফজল হক (২৭), শাহজাহানপুর ইউপির সুজনপাড়া শেখালীপুর বর্তমানে মোন্নাপাড়া এলাকার শুকুদ্দীর ছেলে জহরুল (৩২), সদর উপজেলার কলিকাতা এলাকার উজির আলীর ছেলে সোহেল রানা বাবু (২৬) ও মেসবাউল ইসলাম (৩১)।
শাহজাহানপুর ইউপির নরেন্দ্রপুর সুজনপাড়ার হজরত আলীর ছেলে ফিরোজ (২০), রোডপাড়া কটাপাড়ার হাসেন আলীর ছেলে রবিউল ইসলাম (২৪), চরবাগডাঙ্গা গোটাপাড়ার দুরুল হোদার ছেলে অসিকুল ইসলাম ওরফে তসিকুল ওরফে আশিকুল (২৫)।
শিবগঞ্জ ঊনিশবিঘির মোখলেছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন ওরফে সাজু (২৪) ও ঝালকাঠি জেলার উত্তর আরুয়া সোনারগাঁও রাজাপুর এলাকার মহারাজ মীরের ছেলে মাহাবুব মীর ওরফে নয়ন (২৩)।
জেলা গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়। ৯ ও ১০ আগস্ট, ১৪, ১৬, ১৭ ও ১৮ আগস্ট বিভিন্ন সময় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নির্দেশনায় এসআই অনুপ কুমার সরকার, এসআই আসগর আলী, এসআই মশিউর রহমান, এসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানগুলো চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এসব ঘটনায় মামলা দায়ের শেষে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) জানান, চোরাকারবারি বা মাদক ব্যবসায়ী যেই হোক না কেন কোন ছাড় নেই। জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা মাদক দমনে সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, পুলিশ সুপার আবদুর রকিব।
অভিযানগুলো চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়, মোন্নাপাড়া, হয়াতমোড়, কচারবিল, রোডপাড়া(কটাপাড়া), চরবাগডাঙ্গা সুপার পাড়া, শিবগঞ্জ উপজেলার চামা ভান্ডার ও গোমস্তাপুর আস্তার রহমান সেতুর টোলঘর সড়কে চালানো হয়।