মাধবপুর উপজেলা প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় সালিশের রায় নিজেদের অনুকুলে না আসার আশংকায় প্রতিপক্ষের লোকজনের উপর হামলার ঘটনা ঘটেছে।গতকাল (বুধবার)দুপুরে এ ঘটনা ঘটে।নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা মোঃ সোহেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।ঘটনার বিবরণে জানা যায়,নোয়াপাড়া ইউনিয়নের উত্তর নোয়াপাড়া গ্রামের সালাহ উদ্দিন খানের পরিবারের সাথে একই গ্রামের রইছ মিয়ার পরিবারের জায়গাজমি সংক্রান্ত বিরোধ রয়েছে।এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ এবং মামলা মোকদ্দমা চলে আসছে।উভয় পক্ষের মধ্যে শান্তি স্থাপনের জন্য স্থানীয় চেয়ারম্যান সালিশ বৈঠক ডাকেন।সালিশে উভয়পক্ষের স্বাক্ষ্য প্রমান ও দলিল দস্তাবেজ পর্যালোচনা শেষে রায় ঘোষণার প্রাক্কালে বৈঠকস্থল ত্যাগ করে প্রতিপক্ষের লোকজন সালাহ উদ্দিন খানের লোকজনের উপর চেয়ারম্যান অফিসের অদূরে অতর্কিতে হামলা চালায়।হামলায় বোরহান উদ্দিন, রাহিম, ও মোসলেহ উদ্দিন তুহিন সহ ৩ জন আহত হয়।গুরুতর আহত মোসলেহ উদ্দিন তুহিনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র জানিয়েছে,তুহিন মাথা এবং হাতে আঘাত পেয়েছে।তার মাথার আঘাত গুরুতর।সালিশ বৈঠকে উপস্থিত উত্তর নোয়াপাড়ার মাফুজ মিয়া সর্দার জানান, তার জীবনে সালিশ পন্ড করার এমন ঘটনা কখনো দেখেননি।রইছ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি দলিলমুলে এ জমির মালিক বলে দাবী করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আব্দুর রাজ্জাক এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি বলে আমার হবিগঞ্জকে জানিয়েছেন।
লালমনিরহাট জেলা ইজতেমা আগামীকাল থেকে শুরু
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা সদরের কালেক্টরেট মাঠে তিন দিন ব্যাপী শুরু হচ্ছে জেলা ইজতেমা। আগামীকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর আখিরি মোনাজাতের…