কলকাতা থেকে সংবাদ দাতা মনোয়ার ইমামঃ পশ্চিম বাংলার বিধান সভার অধিবেশনে তাকে বারে বারে কন্ঠরুদ্ধ করার চেষ্টা করছেন পশ্চিম বাংলার শাসক তৃনমূল দলের সদস্যরা। প্রতিবাদের কন্ঠ কে এভাবে রুখতে পারবেন না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এমন হুঙ্কার ছুড়লেন পশ্চিম বাংলার বিজেপি নেতা ও পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন কিছুদিন আগে পশ্চিম বাংলার হাওড়া জেলার আমতার কলকাতা আলিয়া ইউনিভার্সিটি র প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর জন্য দায়ী যে সব পুলিশ অফিসাররা তাদের কে বাচাতে চাইছেন। কারণ হিসেবে তিনি বলেন আনিস খানের মৃত্যুর জন্য দায়ী আমতা থানার আই সি এবং হাওড়া জেলার গ্রামীণ পুলিশ সুপার। কিন্তু সরকার তাদেরকে বাচাতে ব্যাস্ত হয়ে পড়েছে। একইসাথে পুরুলিয়া জেলার ঝালদা পৌরসভা র বোর্ড দখল নিতে গিয়ে ঝালদা থানার আই সি কথামত সেখানকার ভারতের জাতীয় কংগ্রেসের পৌরসভার কাউন্সিলার কে গুলি করে মারা হয়। সেখানে ঐ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঝালদা থানার আই সি কে গ্রেফতার করা হয় নি। এবং পশ্চিম বাংলার আইনশৃঙ্খলা অবনতি নিয়ে বলতে গেলে তাদের কে বলতে দেওয়া হচ্ছে না। এই সরকার গনতন্ত্র কে হত্যা করতে চাইছেন। তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হুশিয়ারি দিয়ে বলেন যে তার ক্ষমতা যদি থাকে তাহলে তাকে ছুয়ে দেখাক। আজ গনমাধ্যমে র কাছে পশ্চিম বাংলার সরকারের ব্যার্থতা নিয়ে সরব হোন।।
আজ কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের জম্বু ও কাশ্মীরের বিধানসভার প্রথম দফায় ভোট চলছে
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ দীর্ঘ ১০ বছর পর ভারতের জম্বু ও কাশ্মীরের প্রথম দফায় ভোট শুরু হয়েছে সকাল থেকে। এখন পর্যন্ত যা খবর তাতে প্রায় ৩৩, শতাংশ ভোট…