নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর মহিলা কলেজের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা, মোমবাতি জ্বালিয়ে শুদ্ধা জ্ঞাপন জানানো হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ মুর্শেদ আলী,মুন্সেফ আলী, আব্দুল ওহাব ,বন্দিতা রানী ঘোষ,রেজিনা ফেরদোসী, গীতা রানী,হাকিমুল হাসান,অসিত কুমার,আব্দুল্লাহ চৌধুরী, হাবিবা, আব্দুল মতিন,আব্দুল,আবুল কালাম প্রমুখ। এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাজশাহীতে সাবেক এমপি কালামের মাথায় বাঁশ দিয়ে আঘাত
নিজস্ব প্রতিনিধিঃ ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচিতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে…