আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসলে করতে গিয়ে নিখোঁজ দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর আত্রাই নদীর খেয়াঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। নিখোঁজ দম্পতিরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পারভেজ হোসেন ও মিনি আকতার মহাদেবপুরের রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির পাশে আত্রাই নদীর খেয়াঘাটে তারা গোসল করতে নামেন। এসময় আত্রাই নদীতে স্রোত থাকায় পানিতে নামার কিছু পরেই তারা নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা নানাভাবে খোঁজ করে ও তাদের কোন সন্ধান পাননি। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয় স্থানীয়রা।
সংবাদ পেয়ে রোববার বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে না পারায় উদ্ধার অভিযান বন্ধ করে ফিরে এসেছিলেন ডুবুরিরা। এরপর সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে আবারও অভিযান শুরু করেন। এর এক পর্যায়ে সকাল ৯ টার দিকে ঘাটের অদূরে পারভেজ হোসেনের মৃতদেহ উদ্ধার করেন এবং সোয়া ৯ টার দিকে মিনি আকতার সোমার মৃতদেহ উদ্ধার করেন।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, রাজশাহী থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, আজ সকাল থেকে ডুবুরি দল অভিযান চালিয়ে দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।