নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ উপ কমিটির সম্মানিত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক মোঃ রিজভী আহমেদ ভূইয়ার দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রর্থনা আয়োজন করা হয়।
আজকে শনিবার বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার উদ্যোগে রাজশাহী কলেজ হেমন্তকুমারী হিন্দু হোস্টেলের কেন্দ্রীয় মন্দিরে দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখা সভাপতি রাশিক দত্ত। রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর। উক্ত দোয়া মাহফিলে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্ণা ও রিজভি আহমেদ ভূঁইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রর্থনা করেন।