নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নলডুবরি গ্রামে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

জানাগেছে, ৬ আগস্ট শুক্রবার রাতে ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নির্দেশে এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের হাসান আলীর ছেলে সোহেল রানা (২৮), নামো চাকপাড়ার মহবুল আলমের ছেলে
কাওসার আলী (১৯) ও মৃত নেছ মাহমুদের ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে