নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গৃহবধূর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার দুই বছর সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (৩ আগস্ট) রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান মামলার এ রায় ঘোষণা করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাজু আহমেদ (৩৫)। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শিবজাইট গ্রামে। তিনি গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা। টাঙ্গাইলে কর্মরত তিনি। বুধবার মামলার রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কিছুদিন পর ওই নারীর স্বামী কারাগার থেকে বের হন। তারপরও রাজু ওই নারীকে তাঁর সঙ্গে শারীরীক সম্পর্ক রাখার জন্য চাপ দেন। তা না হলে তিনি ওই নারীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেবেন বলে হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে ওই নারী মামলা করেন। আদালতে বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
আইনজীবী ইসমত আরা আরো জানান, দুটি ধারার প্রতিটিতে আসামি রাজু আহমেদকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে আসামিকে। সাজা একটার পর অন্যটা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত।