পরিমল কুমার পরাণঃ রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর এক ফার্নিচার ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।

শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারের ৪৪/১ নং হোল্ডিং এর ফার্নিচার ফ্যাক্টরিতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও সদর দফতর ফায়ার সার্ভিস থেকে ছুটে আসে ৩ টি করে ৬ টি ইউনিট। প্রায় দেড় ঘন্টা পর বেলা সাড়ে ৩ টার দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আগুন।

এই ফার্নিচার ফ্যাক্টরির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, জুম্মার নামাজ পড়ে এসে আগুন জ্বলতে দেখতে পায়। তখন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ছুটে আসে। মুহুর্তের মধ্যেই এর লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা কম্পিউটারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল। তবে লকডাউনের কারণে কারখানা বন্ধ থাকায় কোন কর্মচারি ছিলোনা। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

এ বিষয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। আমরা দেড় ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

উল্লেখ্য কারখানার আশেপাশে সব আবাসিক এলাকা। এর আগেও এই ফ্যাক্টরির পরের ফ্যাক্টরিতেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকার বাসিন্দা এমরান ও ফারহানসহ কয়েকজন জানান, এটি একটি আবাসিক এলাকা। এর মধ্যে কিছু ফ্যাক্টরি গড়ে ওঠেছে। এ সব ফ্যাক্টরিতে পর-পর দুইবার আগুন লাগায় আমরা আতংকে আছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে