ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ “বেশি বেশি মৎস চাষ করি,বেকারত্ব দুরকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার প্রর্দশনী মৎস চাষীদের মাঝে
মাছের খাবার বিতরণ করা হয়েছে।
মৎস সপ্তাহ উপলক্ষে বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে মৎস দপ্তরের উদ্যোগে ৬জন মৎস চাষীর
মাঝে এই খাবার বিতরণ করা হয়।
চাষীদের মাঝে খাবারের বস্তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মৎস কর্মকর্তা মাজনুন্নাহার মায়া প্রমুখ।