নিজস্ব প্রতিবেদক: ভালমানের সেবা ও উন্নমানের কাপড়ের প্রতিশ্রুতি নিয়ে এবং তৈরী পোশাক জগতে লাইফস্টাইল ক্লোথিং ব্র্যান্ড ‘প্রভিডেন্স’ এর উদ্বোধন করা হয়। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহম্মেদ এই শো-রুমের শুভ উদ্বোধন করেন।
এসমময়ে উপস্থিত ছিলেন আরএমপি বোয়ালিয়া জোনের ডিসি সাজিদ হোসেন, এডিসি তৌহিদ আরিফ, রাসিক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, ‘প্রভিডেন্স’ এর পরিচালক সুমন ইব্রাহিম, এ.জি.এম (মার্কেটিং এন্ড অপারেশন) হাদিকুল ইসলাম ফারদিন। উদ্বোধনের পূর্বে চিত্রনায়ক ঘোড়ার গাড়িতে করে রাজশাহী শহরে এই প্রতিষ্ঠানের প্রচারণা চালান।