উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বিপুল পরিমান ফেন্সিডিল ও ১ নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। শুক্রবার(১৩ আগষ্ট) রাত ৯ টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ এর আভিযানিক দল উপজেলার সলঙ্গা থানার‘‘মা-বাবার দোয়া খাবার হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে ১শত ৯ বোতল ফেন্সিডিলসহ উল্লাপাড়া থানার বড়পাঙ্গাসী গ্রামের মৃত সাবের প্রামানিক এর ছেলে মোঃ আব্দুস সালাম (৪২),মৃতঃ আজাদ হোসেন এর ছেলে সজিব আহম্মেদ(২৫), কাইয়ূম হোসেন এর স্ত্রী নুপুর আক্তার(১৮) নামের ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের নিকট থেকে মাদক বিক্রয় কাজে ব্যবহিত ২টি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের কে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাধমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা দির্ঘদিন যাবৎ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়া করে আসছিলো বলে স্বীকার করেছে বলে জানান র‌্যাব ১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে