নিউজ ডেস্ক: ২০০৬ সালের ২৮ নভেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি ক্রিকেটে পথচলা। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত ম্যাচ খেলেছে মোট ১৩২টি। আজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমে খেললো ১৩৩তম ম্যাচ এবং এই ১৩৩ ম্যাচে বাংলাদেশ দলের হয়ে মোট ৭৭জন ক্রিকেটার খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা। আগের ম্যাচে খেলেছে আফগানিস্তানের বিপক্ষে এবং ওই ম্যাচে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে।

আজ লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটেছে পেসার এবাদত হোসেনের। তাসকিন আহমেদের পরিবর্তে এবাদতকে নেয়া হয়েছে দলে। তাকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশ দলের নির্বাচক এবং সাবিক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

এর আগে জিম্বাবুয়েতে ওয়ানডে অভিষেক হয়েছিল এবাদতের। ওই ম্যাচে দারুন বোলিং করেছিলেন তিনি। এবার কী পারবেন শ্রীলঙ্কান বিপক্ষে তেমন একটি স্পেল উপহার দিতে?

এবাদতের সঙ্গে শ্রীলঙ্কান দলেও অভিষেক ঘটেছে একজনের। তিনি আসিথা ফার্নান্দো। ডানহাতি এই মিডিয়াম পেসার বল করতে এসেই অবশ্য শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দিয়েছেন, সাব্বির রহমানকে আউট করে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *