
দূর্গাপুর প্রতিবেদক :রাজশাহীর দুর্গাপুরে ধইঞ্চা পাতা কাটা নিয়ে বিরোধের জেরে, মহিলার ধাক্কায় ঘটনাস্থলে মলেজান (৭২) নামে এক বৃদ্ধা
নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলা নওপাড়া ইউপির শ্যামপুর পশ্চিম পাড়ায় বিকাল ৪.৪৫ টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর সুত্রে জানাযায়, নিহতের ছেলের বউ শাহীদা ছাগলের জন্য ধইঞ্চা পাতা কেটে আনেন। প্রতিবেশী সেফালী(৩৯) অভিযোগ তার ক্ষেত থেকে এই পাতা কেটে এনেছে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে মলেজান ছাড়ানোর চেষ্টা করেন। ওই সময়ে সেফালীর ধাক্কায় ইটের উপর পড়ে ঘটনা স্থলে মৃত্য বরণ করেন। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে অভিযুক্ত সেফালীকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত ওই এলাকার প্রবাসী বল্টুর স্ত্রী
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।