মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে একাধিক মাদক মামলার আসামী ও আলোচিত মাদক ব্যবসায়ীকে ৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ মার্চ) বেলা ১২টা ৫০ মিনিটে মােহনপুর থানাধীন কেশরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী হলো, উপজেলার কেশরহাট পৌর এলাকার সাঁকোয়া গ্রামের মৃত আজিমুদ্দিন সরদারের ছেলে তাছের আলী (৪৬)।
জানা যায়, মাদক ব্যবসায়ী তাছের আলী সোমবার বেলা ১২টা ৫০ মিনিট উপজেলার কেশরহাট বাজারের পশ্চিম দিকে অবস্থিত আরিফ জুয়েলার্স এর সামনে কাঁচা রাস্তার উপরে ফেনসিডিলসহ অবস্থানকালে বাজারের স্থানীয় লােকজন বিষয়টি লক্ষ্য করতে থাকেন। এরপর কেশরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলামসহ উপস্থিত জনতা তাকে আটক রেখে পুলিশকে ফোন করে তথ্যটি জানায়। এ সংবাদ পেয়েই মোহনপুর থানা পুলিশের জরুরি অফিসার এস.আই পারভেজ রানা পলাশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিকে মাদক আসামী সনাক্ত করে থানার হেফাজতে নেয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে ৩ বোতল ফেনসিডিলসহ তাছের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৪টি মাদকের মামলা চলমান রয়েছে। সে কেশরহাট এলাকায় নিয়মিত মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো। তাকে গ্রেপ্তারের পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।