নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপির মতিহারে মাদকের প্রভাব বিস্তারে অতিষ্ঠ হয়ে সভাবেশ ও মাদক বিরোধী কমিটি গঠণ করেছেন এলাকাবাসিরা। শুক্রবার বিকাল ৫ টার দিকে মতিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শত শত মানুষের উপস্থিতিতে এ সমাবেশ করা হয়।

সমাবেশে অত্র বিদ্যালয়ের অবস্বরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাহানাবাদ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলী, ইউপি জাতীয় পাটির সভাপতি মতলেবুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, প্রভাষক সাইদুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসক কর্তৃক মনোনীত যুব প্রতিনিধি হাসানুজ্জামান আরিফ, ইউপি ছাত্রলীগের সভাপতি বাবর আলী।

তারা বলেন, মাদক ব্যবসায়ীদের নেতৃত্বে প্রায় ৩০ জন তরুণ প্রকাশ্যে হিরোইন, ফেন্সিডিল, গাঁজা বিক্রি করছে, এতে করে এলাকার মানুষের জীবন যাপন বিনষ্ট হচ্ছে। অত্র এলাকায় মাদক ব্যবসায়ীদের দাপট রোধ ও গ্রামে গ্রামে মাদক বন্ধ করতে মাদক বিরোধী কমিটি শেষে থানা ও উপজেলায় গণস্বাক্ষরে স্বারকলিপি প্রদানের স্বীদ্ধান্ত নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে