নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে কারাবন্দীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কারাগারে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।জেলা ডিএনসির সহকারী পরিচালক আনিছুর রহমান খান কারাগারে বন্দীদের উদ্দেশ্যে বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধে আজ আপনারা বন্দী। এখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন গড়বেন এটাই সকলের চাওয়া। মাদক কখনই কোন সুফল বয়ে আনে না। মাদক সেবন ও বিক্রি থেকে সকলে বিরত থাকবেন।
শেষে বন্দীদের সহকারী পরিচালক আনিছুর রহমান খান সকল বন্দীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।এ সময় সদ্য যোগদান করা জেলার মো. হাবিবুর রহমান, জেল সুপার মজিবুর রহমান মজুমদার, সহকারী সার্জন ডা. মো. ওবায়দুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।