
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে শুক্রবার মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল।
আটককৃত ব্যক্তি ১২ নং চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সােনাপট্টি গ্রামের মৃত-আমজাদ আলীর ছেলে রেজাউল হক(৫৬)।
এ দিকে শীর্ষ মাদক ব্যবসায়ী রেজাউল কে ১০০ (এক শত) গ্রাম হেরোইনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করতে সক্ষম হয়। জব্দকৃত হেরোইনের মূল্য ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা ।
কুখ্যাত মাদক ব্যবসায়ী মি. রেজাউল দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার পরিদর্শক- ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে আসাদুর রহমান, খোন্দকার সুজাত আলী, আল-আমিন, সোহেল রানা, হাবিবা খাতুন, জাহিদসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে।
এ ঘটনায় আসামি রেজাউল কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান।