নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : লাশ চুরির ভয়ে বজ্রপাতে নিহত ৭ জনের কবর দেয়ার পর কংক্রিট ঢালাই দিয়ে বেঁধে ফেলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর পাড়ে একটি খোলা টিনের ঘরে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেয়া বৌভাতে যাওয়া ৫০/৬০ জন নারী পুরুষের উপর বজ্রপাত হলে ১৬ জন নিহত হয়।

বজ্রপাতে নিহত ১৬ জনের মধ্যে একই বাড়ির ৭ জন ছিল। তবে ভাগ্যক্রমে এর মধ্যে ৮ শিশু বেঁচে যায়। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকাঘাটের চরে এ ঘটনা ঘটে।

এই ৮ জনের ভেতর ৪ ভাইবোন শিশু সিহাব, সনিয়া, তানিয়া ও তাজরিন। বাবা-মা, দাদা-দাদি, ফুফু ও ফুফাতো ভাইকে হারিয়ে দিশেহারা। অভাবী সংসারের এই ৪ ভাইবোন এখন একা।

৫ আগস্ট বৃহস্পতিবার সকালে থেকেই দূর দূরান্ত থেকে নারী পুরুষ ও স্বজনরা মিছিলের মত করে আসতে থাকে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে। ঘটনা শুনে শুনে নিজের চোখের পানিও সামাল দিতে পারেনি অনেকেই।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহারাজনগর গ্রামের তোবজুল হোসেন, তার মেয়ে ল্যাচন, ছেলে সাইদুল, ছেলে বৌ টকিয়ারা, নাতি বাবলু একই বাড়ি ও পরিবারের সদস্য।

গত বুধবার রাতেই ৭ জনকে একই স্থানে বাড়ির গলিতে কবর দেয়া হয়। পরে বৃহস্পতিবার বিকেলে লাশ চুরির ভয়ে সেই ৭ জনের কবর কংক্রিট ঢালাই দেয়া হয়।

১১ বছরের সিহাব, সনিয়া, তানিয়া ও ছোটজন ৪ বছরের শিশু তাজরিনসহ ৪ শিশুর হাতে কেউ কেউ নগদ টাকা দিয়ে সহায়তা করছে কেউ দিচ্ছে সান্তনা। আর ওরা নির্বাক। এই ৪ শিশু বজ্রপাতে নিহত সাইদুল ও টকিয়ারার সন্তান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে