নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে ভেসে আসা ভারতীয় নাগরিক এক শিশুর লাশ বিএসএফ এর নিকট হস্তান্তর করেছে ৫৯ বিজিবি।
জানাগেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে ৪৪ ব্যাটালিয়ন বিএসএফ এর মনাকষা মাথা ক্যাম্পের আইএনটি মোবাইল ফোনের মাধ্যমে জেকে পোলাডাংগা কোম্পানী কমান্ডারকে বার্তা দেন বিএসএফ লাশটির জন্য। পরে কোম্পানি কমান্ডার লাশটি হস্তান্তর করতে ব্যবস্থা গ্রহণ করেন।
পীরগাছি মহানন্দা নদীতে গত ৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে লাশটি পাওয়া যায়। সদর আধুনিক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সন্ধ্যা ৭ টার দিকে শিশুটির লাশ বিএসএফ এর নিকট হস্তান্তর করে বিজিবির সদস্যরা।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি লাশ হস্তান্তরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।