ফিরোজ আলমঃ রাজশাহীর মোহনপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ের গনটিকা কেন্দ্র পরিদর্শনে মাঠে নেমেছেন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবির। সারাদেশের ন্যায় মোহনপুর উপজেলায় মোট ৭ টি গনটিকা কেন্দ্রে একযোগে টিকা প্রদান শুরু হয়।

শনিবার (৭ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার মৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় গনটিকা কেন্দ্রে গাড়ি বহর নিয়ে পরিদর্শনে আসেন তিনি।

গনটিকা কেন্দ্রে উপস্থিত মানুষের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেয়ার পাশাপাশি উপজেলার ঝালপুকুর আশ্রয়ণ কেন্দ্রের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ডক্টর আব্দুল মান্নান, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন, মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল কবির, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, মৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান আল-আমীন বিশ্বাসসহ অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে