
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনের সড়কে ঘন্টা ব্যাপী বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্য নায়ক খুনি জিয়ার মরণোত্তর বিচার ও বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, কেন্দ্র থেকে জেলার দায়িত্বপ্রাপ্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ইফতেখার সুজন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রধান বক্তা হিসেবে মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আরিফুর রেজা ইমন মন্ডল, অধ্যক্ষ আতিকুল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।