আবু সুফিয়ান চারঘাট (রাজশাহী) থেকেঃ রাজশাহীর চারঘাটে কোভিড-১৯ বিশেষ সিএসআর কার্যক্রমে দুস্থ ও অসহায়দের এবং করোনা ভাইরাসে কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুরো বাংলাদেশ বাস্তবায়নে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সহযোগিতা আজ (১২ আগস্ট বৃহস্পতিবার) বেলা ১২ টায় দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুরো বাংলাদেশ রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপনা কর্মকর্তা মোয় সাইদুর রহমান রিপনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা,চারঘাট সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী,এছাড়াও উপস্থিত ছিলেন সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, চারঘাট মডেল থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম, চারঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক,সহ স্হানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রায় শতাধিক দুস্থ গরীব কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে