
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী আজ রোববার।
“বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৪নং ধাইনগর ইউনিয়ন পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় ১৪ নং ধাইনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আ.ক.ম তাবারিয়া চৌধুরি চেয়ারম্যানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে গণভবনে অনুষ্ঠিতব্য মূল অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রজেক্টরে দেখানো হয়। পরে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিফাত মিঞার সঞ্চালনায় আওয়ামী লীগ নেতা মমিনুর রহমান, ধাইনগর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য বাবুল হাসান,কামাল উদ্দিনসহ সকল ওয়ার্ড মেম্বার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।