নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা ঘাটে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে শহিদ নামে ১ জনকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার মামলত আলীর ছেলে শহিদ (৩২)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১২ মার্চ শনিবার সকাল ১১টার দিকে পলশা ঘাটে অবস্থান নেয়।

এ সময় মোটরসাইকেল আরোহী শহিদ কে থামিয়ে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে গ্ল্যামার মোটরসাইকেলটির সীটের নিচে ও ট্যাঙ্কিতে বিশেষ কায়দায় রক্ষিত ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ছাড়াও বিশেষ কায়দায় ফেনসিডিল পাচার করার কথাও স্বীকার করে।

৭০ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *