মুকুল আলী চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামের সাইদুল আকারির নাতি ও পিরানটুলি গ্রামের মতির ভাতিজা রাইহান (১৯) নামে একজন ট্রাক্টর চালক রোববার (১০ মার্চ) সকালে চকআলমপুর (বেলপাড়া) গ্রামে তার নিজের ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মৃত রাইহানের লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ রাইহানের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।