

মোঃ আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টার।আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ২০ই মার্চ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে ভর্তুকি মূল্যে ১লাখ ৩০ হাজার ৩২০টি পরিবার টিসিবির পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খান।
আজ শুক্রবার ১৮ই মার্চ বিকেলে ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত টিসিবির পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম সম্পর্কিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান৷ প্রেস কনফারেন্সে সরকারি নির্দেশনা মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলায় টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেছেন, বিক্রয় ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ মার্চ থেকে ৩১শে মার্চ প্রথম পর্যায়ের বিক্রয় কার্যক্রম শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মোট ২১০ টি স্থানে ৩১ টি টিসিবি ডিলারের মাধ্যমে ১,৩০,৩২০ টি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হবে। ইতোমধ্যে সকল উপজেলায় পণ্য সামগ্রী প্রেরণ করা হয়েছে।
ডিসি আরও বলেন, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্নআয়ের সারা দেশে প্রায় ১ কোটি পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন পরিকল্পনা ও কৌশল গ্রহণ করেছে। সে প্রেক্ষিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে ১লাখ ৩০ হাজার ৩২০ জন উপকার ভোগীর তালিকা ও ফ্যামিলি কার্ড প্রস্তুত করা হয়েছে। বিক্রয় কার্যক্রম থেকে উপকারভোগী প্রথম পর্যায়ে কার্ড প্রতি দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন। পণ্য সামগ্রীর প্রাপ্যতা সাপেক্ষে দ্বিতীয় পর্বের পণ্য বিক্রয় কার্যক্রম এপ্রিল মাসের ৩ তারিখ থেকে শুরু হবে বলে জানান। সারা বাংলাদেশে এ কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে ভোক্তা পর্যায়ে পণ্যের মোট বিক্রয় মূল্য- ৪৬০ চারশত ষাট টাকা।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ ওরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব আহমেদ মাহবুব-উল-ইসলামসহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশনা জাহান, ও জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।