বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ৫০০ পিস ইয়াবাসহ শাহিন মিয়া(২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। মঙ্গলবার গাবতলী উপজেলার রামেশ্বরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন রামেশ্বরপুর মাঝপাড়া এলাকার ফন্টু মিয়ার ছেলে। বুধবার বিকালে বগুড়ার ডিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার মাদক বিরোধী এক অভিযানে গাবতলীর রামেশ্বরপুর বাজার থেকে ৫০০ পিস ইয়াবাসহ শাহিনকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।