নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীঃ আওয়ামী লীগের আগেই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে জানিয়েছেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ।

রবিবার (১৫ আগস্ট) হরিদাগাছি মাদ্রাসায় মোহনপুর উপজেলা ছাত্রলীগ ও কেশরহাট পৌর ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জতীয় শোক দিবসের দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আজকাল সবাইকে নেগেটিভ ধারনা দিয়ে বড় করা হয়। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের তাবলীগ জমায়েতের বড় একটি জায়গার ব্যবস্থা করে গেছেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন সমতা করে গেছেন। এজন্য তিনি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের আওয়ামী যে ইসলাম বিরোধী দল না তা নিশ্চিত করতে অনুরোধ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কিছু বই মাদ্রাসা শিক্ষার্থীদের দেয়া উচিত। আর যদি আপনারা চান আমি দেব। আপনারা তা চর্চা করবেন।

তিনি আরও বলেন, একটা মানুষের সংসার থাকে কিন্তু বঙ্গবন্ধু বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু তিনি কখনো নিজের পরিবার নিয়ে ভাবেননি।

ছাত্রলীগ আয়োজিত উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুস্তম আলী প্রামাণিক, মোহনপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার, কেশরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, কেশরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন উজ্জল, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কেশরহাট পৌর ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, কেশরহাট পৌর যুবলীগের আহবায়ক আতিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে