ভারত থেকে মনোয়ার ইমামঃ বাংলাদেশ সাতক্ষীরা জেলার ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত কানভাঙা দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করার সময় উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপ নগর থানা এলাকা থেকে দুই জন যুবতী কে গ্রেফতার করেন। তাদেরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতের দালাল মারফত বিক্রি করার চেষ্টা করার আগেই উদ্ধার করা হয়েছে। এবং তাদের কে সাতক্ষীরা জেলার বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে কি কারণে দিনের পর দিন বাংলাদেশের মহিলাদের ফুসলিয়ে নিয়ে এসে কাজের নাম করে ভারতের বিভিন্ন যায়গায় বিক্রি করে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে অন্ধকার জগতের মধ্যে হারিয়ে যেতে হয়। এই নারী পাচার কান্ডের মূল পান্ডারা সক্রিয় ভূমিকা পালন করেন ভারতের ও বাংলাদেশ সীমান্ত এলাকায়। নারী পাচার নিয়ে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তিনি নারী পাচার রুখতে সবধরনের চেষ্টা করছেন বলে জানা গেছে। তিনি ভারত সরকারের কাছে আবেদন করেছেন। এবং ভারতের বি এস এফের ১১২,নম্বার, ব্যাটেলিয়ন সক্রিয় ভাবে কাজ করছে। মাঝে মাঝে দুই দেশের সীমান্ত এলাকায় মিটিং করছেন বিভিন্ন সমস্যা নিয়ে। তবে এই দুই যুবতীর পাচার কারিকে পাওয়া যাচ্ছে না। এদের খোঁজ করতে বিভিন্ন যায়গায় চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।।
সাতক্ষীরায় নারী পাচারকারী ও মাদক সম্রাট জুয়েল আবারও ফেনসিডিল সহ গ্রেফতার
রফিকুল ইসলাম দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি: দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট ইউপি সদস্য জাহিদুর রহমান জুয়েল ও তার সহযোগী দুই শ বোতল ফেনন্সিডিলসহ গ্রেফতার হয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) রাত নয়টার দিকে…