নিজস্ব প্রতিবেদকঃচাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পর্যায়ের গনটিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সাবেক ১ নম্বর ওর্য়াডের রানি নগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৩ টি বুথ স্থাপন করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গণটিকাদান কর্মসূচি চলছে দেশজুড়ে।

সকাল ৯ ঘটিকায় কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল থেকেই কর্মসূচিতে সাড়া দিয়ে টিকাদান কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।

বিকাল ৩টা পর্যন্ত ক্যাম্পেইন চললেও মানুষের অনেক আগ্রহ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে টিকাদানের লক্ষ্য পূরণ হয়ে যাবে, বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

১৪ নম্বর ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তাবারিয়া চৌধুরী বলেন, “ইউনিয়নের প্রচুর মানুষ টিকা নিতে এসেছে। আমি মনে করি, এই গণটিকাদান কর্মসূচি মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করবে। জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে টিকা দেয়া হচ্ছে না।

রানি নগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভেতরে খোঁজ নিয়ে জানা যায়, এই কেন্দ্রে একদিনে ৬০০ মানুষকে টিকা দেওয়া হবে। প্রথম দিন সকালেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। টিকার বুথ থেকে লাইনগুলো একেবেঁকে ভবনের বাইরে পর্যন্ত চলে এসেছে।

নারীদের লাইনের শেষের দিকে দাঁড়িয়েছেন অহনা বেগম। তিনি বলেন, ধাই নগর ইউনিয়নে তার বাসা। নিবন্ধন করতে পারেননি বলে এতদিন টিকা দেওয়া হয়নি। সকালে টিকা দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র হাতে করে চলে এসেছেন। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তিনি টিকা গ্রহণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে