নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক দুটি অভিযানে চকপাড়া সীমান্তে ১৯৫ গ্রাম হেরোইন ও সোনামসজিদ সীমান্তে ৫ বোতল ভারতীয় কালটার বিষ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, ২৪ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নায়েবে সুবেদার মো.রেনু মিয়ার নেতৃত্বে চকপাড়া বিওপির টহল বাটুলপাড়া থেকে মালিকবিহীন ১৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য ৩ লাখ ৯০ হাজার।

অন্য আরেক অভিযানে ২৩ আগস্ট সোমবার দুপুর আড়াইটার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে টহল দল বাগবাড়ী গ্রামের একটি আমবাগান থেকে মালিকবিহীন ৫ বোতল ভারতীয় কালটার বিষ উদ্ধার করে। যার মূল্য ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো.আমীর হোসেন মোল্লা পিএসসি অভিযান দুটির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ ছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে