বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় মোঃ শাহজাহান আলী(৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন বাঘা থানা পুলিশ। শনিবার(১৯মার্চ) দিনগত রাত আনুমানিক ২.৩০ ঘটিকায় উপজেলার পাকুড়িয়া ইউপির গোকুলপুর এলাকা থেকে তাকে প্লাস্টিকের বস্তা বন্দি অবস্থায় ১৫০ বোতল মাদক দ্রব্য ফেন্সিডিলসহ আটক করা হয়।
এসআই আঃ রউফ জানান, আমার নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ স্যারের দিক-নির্দেশনায় সঙ্গীয় এসআই মোঃ স্বপন হোসেন,এএসআই আব্দুর রহিম ও এএসআই আঃ মালেকসহ বাঘা উপজেলার গোকুলপুর গ্রামের নুরুল হুদার ছেলে মোঃ শাহজাহান আলী(৪৫) এর নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করি। এসময় মোঃ শাহজাহান আলীর স্বয়ন কক্ষের চৌকির নিচ হতে একটি সাদা প্লাষ্টিকের বস্থার মধ্যে ১৫০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল সহ তাকে আটক করি। ঘটনার সময় স্বাক্ষীগনের সামনে আটক শাহজাহান জানান,অবৈধ ভারতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছিল।সে উপজেলার চর এলাকার বাংলাবাজার মাসুদ(৪০)এর নিকট হতে এই আটককৃত ফেন্সিডিল ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে নিজ বাড়ীতে রেখেছেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সত্যতা সঠিক হওয়াতে আমি এসআই আঃ রউফ, এসআই স্বপন হোসেন,এএসআই আঃ রহিম এএসআই আঃখালেক ১৫০ বোতল ফেন্সিডিল সহ শাহজাহান আলীকে আটক করে থানায় নিয়ে আসি।
বাঘা থানার ওসি তদন্ত আব্দুর করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে১৫০ বোতল ফেন্সিডিল মাদকসহ শাহজাহান আলীকে আটক করেছে। আজ রবিবার(২০ মার্চ) আসামি কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।