সাকিব হাসান ঃ সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের গৌরবময় অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে (২১শে মার্চ) সোমবার রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন কে ঘিরে উপজেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২০১৪ সালে বাঘা উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি সভাপতি ও সাবেক যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই থেকে বাঘা উপজেলা আওয়ামীলীগের দায়িত্ব পালন করছে ঐ কমিটি । আগামী সোমবার ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঘা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
দলীয় সম্মেলন (কাউন্সিল) হচ্ছে নেতা-কর্মীদের মিলন মেলার মধ্যে দিয়ে আগামীদিনের নেতাকে নির্বাচন করা। আর এ কারণেই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে এই সম্মেলন কে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে। সম্মেলন সফল ও সার্থক করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) প্রচার, উপজেলা সদরে রাস্তার দুই পাশে ব্যানার – ফেস্টুন টাঙানো সহ উপজেলার দুইটি পৌরসভা, সাতটি ইউনিয়ন মোট নয়টি ইউনিটে অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা। এছাড়াও প্রতিদিন সন্ধাকালীন সময়ে অনুষ্ঠিত হচ্ছে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু ” স্লোগানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ সহ অঙ্গ সহোযোগি সংগঠনের প্রচার মিছিল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে সোমবার (২১ শে মার্চ) সকাল ১০টায় শাহদৌলা সরকারি ডিগ্রী কলেজ মাঠে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন, সাবেক এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। সম্মেলনটি পরিচালনা করবেন, বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
উক্ত সম্মেলনের কাউন্সিল অধিবেশন বিকেল সাড়ে তিনটায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানাযায়।